শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সেমিতে বাংলাদেশি যুবাদের প্রতিপক্ষ কে?

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৫, ২০১৬

sami_newsshomoyস্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১১ ফেব্রুয়ারি আইসিসি আয়োজিত যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সেমিতে বাংলাদেশি যুবাদের প্রতিপক্ষ কে? এটা জানার আগ্রহ সব ক্রিকেটপ্রেমীর। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলবে। দুই দলের ক্রিকেটীয় যুদ্ধটি হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। ওই ম্যাচের বিজয়ী দলই হবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে পছন্দ, সেটা এখনো জানা যায়নি। তবে পরিসংখ্যান বলছে ওয়েস্ট ইন্ডিজ পেলেই ভালো। যুব ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৭ ম্যাচের মধ্যে ১২টিতেই জিতেছে বাংলাদেশি যুবরা। এ ছাড়া চলতি বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচ সিরিজেও বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৪ ম্যাচে জয় পরাজয়ের অনুপাত ৬:৭। ১টি ম্যাচে কোনো ফল আসেনি।

আর পড়তে পারেন