বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সীমান্তে ৩ বাংলাদেশীকে গরু চোর বলে গণপিটুণীতে হত্যা করলো ভারতীয়রা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২০, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্ট:

ফের গণপিটুনির ঘটনা ঘটল বাংলাদেশ ভারতের আসাম সীমান্তে । গণপিটুনিতে মৃত্যু হল তিন বাংলাদেশি নাগরিকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসামের করিমগঞ্জ জেলায়।

জানা গিয়েছে, শনিবার রাতে সিলেট জেলার সীমান্ত দিয়ে ভারতের আসামের করিমগঞ্জে প্রবেশ করে গরু আনতে  ঢুকেছিলেন সাত বাংলাদেশি নাগরিক। স্থানীয় বাসিন্দারা তাদের পাকড়াও করে তিনজনকে বেধড়ক মারধর করে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ৪ জন পালিয়ে যায়। বাকি তিনজন গুরুতরভাবে জখম হন। হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনটি দেহ বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

অসমের করিমগঞ্জ এলাকার একটি চাবাগান এলাকায় গরু আনতে  ঢুকেছিলেন সাত বাংলাদেশি যুবক। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের ধরে বেধড়ক মারধর করে।   পরে খবর পেয়ে পুলিশ এসে তিনটি দেহ উদ্ধার করে।

এই ঘটনা প্রসঙ্গে করিমগঞ্জের এএসপি প্রশান্ত দত্ত জানান, “বাংলাদেশের সীমান্ত পেরিয়ে গরু চুরি করতে ঢুকেছিলেন তিনিজন। স্থানীয় বাসিন্দাদের মারধরে তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহ গুলি আমরা উদ্ধার করেছি।”

আর পড়তে পারেন