শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিভিল সার্জনের অভিযান; চান্দিনায় অনিয়মের দায়ে ৫ ডায়গনস্টিক সেন্টার বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০১৭
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনায় নানা অনিয়মের দায়ে পাঁচ ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নোংড়া পরিবেশ, পরীক্ষাগাঢ়ে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল, পরীক্ষাগারের ফ্রিজে মাছ, মাংসসহ খাদ্য দ্রব্য রাখা, প্যাথলজি বিভাগে খালি পেডে ল্যাব টেকনেশিয়ানের অগ্রিম স্বাক্ষর সহ নানা অনিয়মের দায়ে এদের কার্যক্রম বন্ধ করা হয়।

এগুলো হলো- চান্দিনা সরকারি হাসপাতাল রোডে অবস্থিত মো. জসিম উদ্দিন এর মালিকানাধীন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মো. মেহেদী হাসান তালুকদার চেয়ারম্যান এর মালিকানাধীন মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আবদুর রশিদ এর মালিকানাধীন মুক্তি ডায়াগনস্টিক সেন্টার, আবদুল মবিন মাঝির মালিকানাধীন মাতৃ ডায়াগনস্টিক সেন্টার এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ সংলগ্ন চান্দিনা সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লি. এর ডায়াগনস্টিক বিভাগ বন্ধ করে দেওয়া হয়।

আর পড়তে পারেন