বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে কুমিল্লার বরুড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের পূর্ন দিবস কর্ম-বিরতি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৪, ২০১৭
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির আহবানে কুমিল্লার বরুড়ায় পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা পেনশনসহ সকল সরকারী সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে ১৩ নভেম্বর, সোমবার প্রায় ৮ ঘন্টা পূর্ন দিবস কর্ম-বিরতি পালন করে বরুড়া পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন, জেলাঃ কুমিল্লা।

সোমবার বেলা ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরুড়া পৌরসভার সামনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় বরুড়া পৌরসভার সকল পৌর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূর্ন দিবস কর্ম-বিরতিতে বক্তারা বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা- কর্মচারীরা সরকারি রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশন সহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধীনে থাকা সত্বেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকেই বেতন-ভাতা উত্তোলন করতে হয়। একই স্থানে দ্বৈত নিয়ম পরিহার করে বেতন-ভাতা পেনশনসহ সকল সরকারী সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে দেওয়ার জোড় দাবি জানান বক্তারা।

আর পড়তে পারেন