বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“সম্মিলিত নাট্যজোট কুমিল্লা’র আত্মপ্রকাশ”

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০১৯
news-image

 

তানজিনা রুমকি:

মাহফুজুর রহমান বাবুলকে সভাপতি, রিপন চৌধুরী কে সাধারণ সম্পাদক এবং আশিক পায়েল কে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে কুমিল্লায় আত্মপ্রকাশ করলো সম্মিলিত নাট্যজোট, কুমিল্লা।

রবিবার (২ জুন )কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লায় নাট্যজন শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র সাবেক সভাপতি মোঃ আল-আমিন, বিশিষ্ট থিয়েটার আলোক নিয়ন্ত্রক কে.এম.আলমগীর। রিপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারথী থিয়েটার প্রতিনিধি এজহারুল হক মিজান, লাকসাম নাট্য জংশন এর প্রতিনিধি গোলাম মাহবুব ছোবহানী রুবেল, জনান্তিক নাট্য সম্প্রদায়ের খালেদা হায়দার জিতু, চৌকস নাট্য সম্প্রদায়ের ডাঃ ইলিয়াস সাগর, কুমিল্লা নাট্যদলের কাজী নাছির উদ্দিন শচী, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নূর হোসাইন রাজীব, এ্যাপোলো থিয়েটারের রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা কলেজ থিয়েটারের আশিক পায়েল, প্রতিবিম্ব থিয়েটারের মাহফুজুর রহমান বাবুল।

সভা শেষে সকলের সম্মতিতে সম্মিলিত নাট্যজোট কুমিল্লার ২০১৯-২০ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই জোটের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন শাহজাহান চৌধুরী। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যরা হলেন মোঃ হাসিম আপ্পু, ফরিদ উদ্দিন সিদ্দিকী, নিজাম উদ্দিন দুলাল, সালেহ উদ্দিন লাভলু, শাহজাহান সিরাজ, সঞ্জয় সাহা মন্টু, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কে.এম.আলমগীর এবং মোঃ আল-আমিন।

সম্মিলিত নাট্যজোট কুমিল্লা’র ২০১৯-২০ কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সভাপতি মাহফুজুর রহমান বাবুল, সহ-সভাপতি কাজী শচী, সুশীল আচার্য, রাশেদ রাজন।
সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইন রাজীব, খালেদা হায়দার জিতু, হাফিজ উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক আশিক পায়েল, সহ-সাংগঠনিক সম্পাদক জি. এম. এস রুবেল, মাহমুদ হাসান, মৌসুমী রানী সরকার। অর্থসম্পাদক আশিক শিশির, সহ-অর্থসম্পাদক কেয়া দেবনাথ। নাট্য বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ, সহ- নাট্য বিষয়ক সম্পাদক মাশিকুর রহমান বান্না। প্রচার সম্পাদক সোহাগ মিয়া, সহ-প্রচার সম্পাদক নন্দিতা সাহা। অনুষ্ঠান সম্পাদক ইমাম হোসেন ইমন, সহ অনুষ্ঠান সম্পাদক শামছুন নাহার হ্যাপি, এনাম চৌধুরী, মামুনুর রশিদ। দপ্তর সম্পাদক নন্দন ভৌমিক, সহ-দপ্তর সম্পাদক জ্যোতি, আল-ইমরান। কার্যনির্বাহী সদস্যেরা হলেন এজহারুল হক রানা মিজান, ডাঃ মোঃ ইলিয়াস সাগর, শাহিন আহমেদ, ইলিয়াস গনি, রাজীব সাহা, রাজ আহমেদ চৌধুরী, কে.এম নাজিম। আগামী একবছরের জন্য গঠিত এই কমিটির অনুমোদন করেন প্রধান উপদেষ্টা শাহজাহান চৌধুরী।

আর পড়তে পারেন