শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাবর্তনের পোষাকে বিভিন্ন ভূমিকায় ফটোসেশনে ব্যস্ত কুবির গ্র্যাজুয়েটরা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৬, ২০২০
news-image

নাছরিন আক্তার হীরাঃ
রবিবার দেশের মধ্য পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন।সমাবর্তনকে সামনে রেখে প্রিয় ক্যাম্পাসে ফিরে এসেছে সাবেক শিক্ষার্থীরা। পেয়েছেন সমাবর্তনের গাউন আর কালো টুপি। দীর্ঘদিনের স্বপ্নের এই সমাবর্তনে অংশ নিবেন ২ হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট। কুবি ক্যাম্পাসে ক্যামেরার ক্লিক শব্দে মুখর। চারদিকে চলছে ফটোসেশন।

সমাবর্তনীয় উচ্ছ্বাসে তাই ক্যাম্পাস এখন গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখর। বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, মুক্তমঞ্চ, গোলচত্বর, বাবুই চত্বর, কাঁঠালতলা, কেন্দ্রীয় খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্টসহ প্রধান সড়কগুলো এখন গ্র্যাজুয়েটদের দখলে। স্বামী/স্ত্রী, ছেলে-মেয়ে কিংবা বাবা-মাকে সাথে নিয়ে এসেছেন অনেক সাবেক শিক্ষার্থীরা। সমাবর্তনকে কেন্দ্র করে দীর্ঘ বিরতির পর পুরনো বন্ধু-বান্ধবীর সাথে দেখা হওয়ায় গ্র্যাজুয়েটদের আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণে। পুরনো দিনের স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে কালো গাউন গায়ে ক্যামেরাবন্দী হচ্ছেন অনেকে।

সাবেক শিক্ষার্থীরা এখন বিভিন্ন স্টাইলে ফটোসেশনে ব্যস্ত সময় পার করছেন। ছবি তুলে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করছেন। কেউ কেউ আকাশপানে কালো হ্যাট ছুঁড়ে দিয়ে আকাশজয়ের ইচ্ছাও দেখাচ্ছেন, কেউ বসে সাবেক বন্ধুদের সাথে ছবিতে পোজ দিচ্ছেন, কেউ বিজয়সূচক ভি দেখাচ্ছেন, কেউ পাখির মত ডানা মেলে, কেউ কেউ মাথায় কালো হ্যাট পড়ে লুঙ্গি-ফতোয়া পড়ে ছবি তুলছেন, কেউ টমেটো-আলু দাড়িপাল্লা দিয়ে মেপে ছবি তুলছেন, কেউ কেউ তার সন্তানকে সাজিয়ে পিচ্চি গ্র্যাজুয়েট লিখে ছবি তুলছেন, কেউ মেশিন দিয়ে মশা নিধন করছেন, কেউ ভূত সেজে ছবি তুলছেন, কেউ ডিম ব্যবসায়ি, কেউ রিকসাচালক, কেউ কাঠমিস্ত্রী, কেউ মুচি হয়ে জুতা সেলাই করছেন, কেউ গাছে ঝুলে আছেন, কেউ দর্জি, কেউ ঔষুধ বিক্রেতা, কেউ সবজি বিক্রেতা, কেউ দুধ বিক্রেতা হয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আহা কি আনন্দ কুবির আকাশে।

সমাবর্তনকে ঘিরে সকল প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে।

আর পড়তে পারেন