বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন স্পন্সর নিয়েই বিশ্বকাপে মাশরাফিরা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০১৬

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর কি ‘রবি’ই থাকছে? নাকি নতুন স্পন্সর নিয়ে ভারতে যাবেন মাশরাফিরা? এমন প্রশ্নই বিরাজ করছিল বাংলাদেশের ক্রিকেট মহলে। সেই প্রশ্নের উত্তর মিলল শুক্রবার।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দলের স্পন্সর হয়েছে ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ফ্রেশ’। তাই নতুন স্পন্সর নিয়েই বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন মাশরাফি-সাকিব-তামিমরা। তার মানে বাংলাদেশ দলের স্পন্সরের ক্ষেত্রে রবি আউট, ফ্রেশ ইন।T20

অনেকেরই ধারণা ছিল, আইসিসির ষষ্ঠ টি-২০ বিশ্বকাপে ‘রবি’র লোগো খচিত জার্সি পরেই খেলবেন টাইগাররা। কেননা স্পন্সর হিসেবে থেকে যাওয়ায় আগ্রহটা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। কিন্তু প্রতিযোগিতার বাজারে রবিকে ছাড়িয়ে গেল ফ্রেশ। তারা লুফে নিয়েছে বিশ্বকাপে টাইগারদের স্পন্সরশিপ।

এবারই নয়, এর আগেও অবশ্য বিসিবির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল ফ্রেশ। সিনিয়র টাইগার নয়, সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপে টাইগার জুনিয়রদের স্পন্সর হয়েছিল তারা।

আর পড়তে পারেন