শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৬, ২০১৮
news-image

রকিবুল হাসান রকি, সদর দক্ষিণ:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সোমবার একুশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

সকালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি, সদর দক্ষিণ প্রেস ইউনিটি, বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ সহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে সদর দক্ষিণ উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডলের সভাপতিত্বে করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হাই বাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা জাহান উপমা, সদর দক্ষিণ মডেল থানা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম (পিপিএম), ভাষা সৈনিক আলী তাহের মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর জনতা স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি মনিরুল হক মৈশানসহ প্রমুখ।

আর পড়তে পারেন