শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০২০
news-image

 

রকিবুল হাসান রকিঃ

“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৮ জানুয়ারি) ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আশরাফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, মহিলা ভাই চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল।

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে আগামী ১১ জানুয়ারি উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড সহ মোট ৩৩৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সের শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আর পড়তে পারেন