শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০২০
news-image

রকিবুল হাসান রকি :
“জেনে,বুঝে বিদেশ যাই,অর্থ,সম্মান দুটোই পাই” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্বাবধানে ‘‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” র্শীর্ষক সেমিনার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, কোটবাড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান ইন্সট্রাক্টর মো: আনিসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফুর রহমান, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শাহাদাত হোসেন, কুমিল্লা এসডি নিউজ সম্পাদক হাজী মো: দেলোয়ার হোসেন মজুমদার, দৈনিক সমাজ কণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী,সাংবাদিক রকিবুল হাসান রকি এ সময় চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়েদুর রহমান, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল প্রধান, সুয়াগাজী টি.এ. হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন