বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে নিত্যপ‌ণ্যের বাজা‌রে অ‌ভিযান: ৯০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২০
news-image

রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিত্য প‌ণ্যের বাজা‌রে অ‌ভিযান ৯০ হাজার টাকা জরিমানা।
অতিরিক্ত দামে চাল,পেঁয়াজ বিক্রি এবং মুল্য তালিকা না থাকায় সদর দক্ষিণে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম চৌয়ার বাজার এবং সুয়াগন্জ বাজারে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য মতে,চৌয়ারা বাজারের নোমান ডিপার্টমেন্টাল স্টোর ৫ হাজার টাকা,উত্তম স্টোর ৫ হাজার টাকা,সাদিয়া স্টোর ৩ হাজার টাকা,  রুপালি স্টোর ১০ হাজার টাকা, মেসার্স আরাফাত ৩ হাজার টাকা, সুয়াগন্জ বাজারের লতিফ স্টোর ১০হাজার টাকা,মেসার্স মোছলেম ট্রেডাস ৮ হাজার টাকা,হাজী স্টোর ১৭হাজার টাকা, চৌধুরী স্টোর ১০ হাজার টাকা,হাজী দুদুমিয়া স্টোর ১০ হাজার টাকা, জামাল স্টোর ৪ হাজার টাকা,ও মান্নান ডিপার্টমেন্টল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহি অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

অভিযানে ছিলেন ভোক্তা অধিকারের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের এবং সদর দক্ষিণ মডেল থানার সাব ইন্সপেক্টর মো: সোহেল মিয়া।

নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম নেয়ার দায়ে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮ ধারা মতে তাদের জরিমানা করা হয়।

আর পড়তে পারেন