বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে জলাতঙ্ক রোগ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০২০
news-image

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জলাতঙ্ক রোগ প্রতিরোধ করার লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। জুনোটিক কন্ট্রোল প্রোগ্রাম,রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিপি) পরিচালনায়।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিক্লপনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

এমডিবি সুপার ভাইজার আবদুল্লাহ আল রোমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার তদন্ত কর্মকর্তা কমল কৃষর্ণ ধর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইসমাইল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বররা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন জলাতঙ্ক রোগের প্রতিষেধক কুকুরের টিকা প্রদান কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

উপজেলা এমডিভি সুপারভাইজার আতিকুল ইসলাম বলেন, সদর দক্ষিণ উপজেলার মানুষকে জলাতঙ্ক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কুকুরের টিকাদান করা হবে। এ কার্যক্রমে উপজেলায় ১৬টি টিম কাজ করবে এবং কাজের স্বচ্ছতার কারণে মোবাইল ফোনে ছবি তোলা হবে। ভ্যাকসিন দেয়া প্রতিটি কুকুরকে চিহ্নিত করতে লাল রং দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে মাইক্রোপ্লান দেয়া হবে। দক্ষ প্রশিক্ষক দিয়ে কুকুর ধরা হবে। এ ছাড়াও টিকা প্রদানে সচেতনতামূলক মাইকিং করা হবে।

আর পড়তে পারেন