শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সদরের কালিরবাজারে মেম্বারকে হাতুড়িপেটা, ইয়াবা-অস্ত্র উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তার সহযোগিরা ফারুক হাসান বশির নামে ওই পরিষদের এক মেম্বারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতের নাম ফারুক হাসান বশির। বৃহস্পতিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। ওই মেম্বার বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পুলিশ ও ইউপি চেয়ারম্যান জানিয়েছে, স্থানীয় লোকজন ওই মেম্বারকে ইয়াবা ও অস্ত্রসহ ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দর আলীর সঙ্গে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ফারুক হাসান বশিরের ইউপি নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে চেয়ারম্যান ও তার লোকজন বৃহস্পতিবার দুপুরে হাতিগাড়া এলাকা থেকে ওই মেম্বারকে মারধর করে সিএনজিতে তুলে ধনুয়াখলা কলেজ ক্যাম্পাসে নিয়ে যায়। এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত ইউপি মেম্বার ফারুক হাসান বশির সাংবাদিকদের বলেন, ‘চেয়ারম্যান সেকান্দরের সঙ্গে পূর্ব বিরোধের জেরে আমাকে মামলায় জড়িয়ে হয়রানি করে আসছিল। বৃহস্পতিবার ওই মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে হাতিগাড়া এলাকায় পৌঁছলে চেয়ারম্যান সেকান্দর, তার সহযোগী রাজু ও শাহীনসহ সংঘবদ্ধরা মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে কলেজের একটি কক্ষে আটকে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ইয়াবা ও অস্ত্র দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সেকান্দর আলী সাংবাদিকদের বলেন, ‘বশির এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছিল। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে জনগণ তাকে আটকে রেখে মারধর করে। বিষয়টি জেনে আমি পুলিশ নিয়ে তাকে উদ্ধার করি।’

রাতে কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, ‘ওই ইউপি মেম্বারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আর পড়তে পারেন