শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শুদ্ধি

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৯
news-image

শেখ মুসলিমা মুনঃ
খুব গভীরে ডুব দিতে ইচ্ছে করে মাঝে মধ্যে…
এতটা গভীরে, যেখানে নামতে নামতে নামতে

নিশ্বাস বন্ধ হয়ে আসলেও তল পাব না কিছুতে।
ডুবতেই থাকব ডুবতেই থাকবো ডুবতেই থাকবো…
পরবর্তী নিশ্বাস হবে নতুন জীবনের!

পথিমধ্যে আমার শরীর থেকে ঝরে ঝরে পড়বে

এক জনমের যত ভুল, ভুলের লতা-পাতা,

ছাল- বাকল, ডাল-পালাসমেত শিকড়-বাকড়!
গলে গলে পড়বে হৃদয়ে জমে থাকা

স্বেদ ক্লান্তি আর অপমানের পঁচা গলা পুঁজ- গা থেকে

খুলে খুলে পড়ে যাবে সামাজিকতার খোস-পাচঁড়া, গ্লানীকর খোলস…
তারপর ডুবতে ডুবতে ডুবতে একসময় পৌঁছে যাব

কোন এক ভারহীন অনন্ত আলোর রাজ্যে…
চিকণ সে আলোয় ভেসে ভেসে মিহিন বাতাস

বুকে ভরে আবার ফিরে আসব নতুন পৃথিবীতে পবিত্র শুদ্ধতায়–
যেখানে সুবাসিত স্নিগ্ধ বাতাস আলো হয়ে রোজ রোজ খেলা করে!!

আর পড়তে পারেন