শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০১৮
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশ ব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি  সকাল সাড়ে ৯ টায় বীরচন্দ্র নগর মিলনায়তনে (টাউন হল) কুমিল্লা জেলা পর্যায়ে  প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান (সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুল সমূহ),  মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান (সরকারি উচ্চ বিদ্যালয়, এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়, নন এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়, আলিয়া মাদ্রাসাসমূহ) এবং  উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান (মহাবিদ্যালয় এবং সমপর্যায়ের প্রতিষ্ঠান সমূহ) শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৬ মার্চ ২০১৮ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার সাথে সমন্বয় রেখে কুমিল্লা জেলার সকল জায়গায় সর্বস্তরের জনগণ একত্রে জাতীয় সংগীত পরিবেশন করবেন।

আর পড়তে পারেন