শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানে কোন অযোগ্য ব্যক্তি থাকবে না, এখানে যোগ্য ব্যক্তিদের আসতে হবে – এড. আবুল মতিন খসরু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০১৮
news-image

আশিকুর রহমান সোহেলঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বুড়িচং-বি পাড়া আসনের সাংসদ এড. আবুল মতিন খসরু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন অযোগ্য ব্যক্তি থাকবে না। এখানে যোগ্য ব্যক্তিদের আসতে হবে । শিক্ষকদের হতে হবে যোগ্যতা সম্পন্ন । এখানে কোন দলীয় প্রভাব থাকবে না।

শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটি গঠন উপলক্ষে মত বিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে এমপি খসরু এ কথা বলেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাজী আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বুড়িচং-বি পাড়া আসনের সাংসদ এড. আবুল মতিন খসরু। বিল্লাল হোসেন চেয়ারম্যানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আ’লীগের সভাপতি এড. আবুল হাশেম খান, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি এম এ মতিন এমবিএ, মোশাররফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ খান চৌধুরী, চ্যানেল টোয়েন্টি ফোরের বিজনেস এডিটর ফারুক মেহেদী প্রমুখ।

আর পড়তে পারেন