শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন – সুবিদ আলী ভূইয়া

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী

 প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তির এ সময়ে টিকে থাকতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে।

শনিবার দুপুরে উপজেলার রায়পুর কে সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত বিভিন্ন যুগোপযোগী কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। ছাত্র-ছাত্রীরা শুধু পড়ালেখা করলেই চলবে না, পড়ালেখার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা অত্যন্ত প্রয়োজন। তাই শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিনী সমাজসেবী মিসেস মাহমুদা ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, প্রধান গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার, জেলা শ্রমীকলীগ সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, উপজেলা মৎস্যলীগের সভাপতি লোকমান চেয়ারম্যান, যুবলীগ সভাপতি আক্তার হোসেন মুন্নাসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

আর পড়তে পারেন