বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে মাত্র ১০০ টাকার জন্য খুন, খুনি আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৬, ২০১৯
news-image

সেলিম চৌধুরী হীরা:

পাওনা ১০০ টাকা চাওয়ায় কুমিল্লার লাকসামে ছুরিকাঘাতে মোঃ নজরুল ইসলাম
(১৯) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক পারভেজ ওরফে কালাকে
(২০) গ্রেফতার করে কুমিল্লার আদালতে প্রেরণ করেছে।

বুধবার (২৬ জুন) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হয়। মঙ্গলবার রাতে লাকসাম পৌরশহরের
পশ্চিমগাঁও বাগবাড়ি এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত মোঃ নজরুল ইসলাম  লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও বাগবাড়ি গ্রামের মোঃ
আলী আকবরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে ঘাতক পারভেজ ওরফে কালা তার খালাতো ভাই
নজরুল ইসলামের কাছ থেকে ১০০ টাকা ধার নেয়। গতকাল মঙ্গলবার রাতে কালা সাথে
নজরুলের পাওনা টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালা ঘর থেকে
ছুরি এনে নজরুলের পেটে ছুরিকাঘাত করলে নজরুল গুরুতর আহত হয়। এ সময়
পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে ঘাতক কালা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন
নজরুলকে উদ্ধার করে প্রথমে লাকসাম সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার
জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় বুধবার সকালে নজরুলের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৮ মাস পূর্বে নজরুলের বিয়ে হয়। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহত নজরুলের পিতা
মোঃ আলী আকবর বাদি হয়ে মোঃ পারভেজ ওরফে কালাকে একমাত্র আসামি করে লাকসাম
থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক মোঃ পারভেজ ওরফে কালাকে
গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি
উদ্ধার করা হয়েছে।

আর পড়তে পারেন