শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৯
news-image

 

সেলিম চৌধুরী হীরা :

“জনসংখ্যা ও উন্নয়নে আর্ন্তজাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ জুলাই) লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.ইউনুছ ভুঁইয়া।

উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, ডিবিসি টিভি কুমিল্লা প্রতিনিধি নাছির উদ্দিন চৌধুরী, ডা.সোনিয়া হুদা, সুর্যের হাঁসি ক্লিনিক ম্যানেজার (আরবান) আবু সাইয়িদ, সুর্যের হাঁসি ক্লিনিক ম্যানেজার (রোরাল) মেছবাউজ্জামান প্রমুখ।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য লাকসাম সুর্যের হাঁসি ক্লিনিককে শ্রেষ্ঠ এনজিও হিসাবে পুরস্কার প্রদান করা হয়। উপজেলায় গোবিন্দপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও উত্তরদা ইউনিয়ন মিহির কান্তিদাসকে এফপিআই হিসাবে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়।

আর পড়তে পারেন