শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে প্রতিবন্ধির পরিবারকে আগুনে পুড়িয়ে মারার হুমকি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০২০
news-image

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে আবু তালেব নামে এক প্রতিবন্ধির পরিবারের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি প্রদানে অভিযোগ পাওয়া গেছে। পুড়িয়ে হত্যার হুমকির পর আতংকিত হয়ে ওই পরিবার নির্ঘুম রাত্রিযাপন করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের নাওটি গ্রামে।

এ ঘটনায় সোমবার নিজে ও পরিবারের নিরাপত্তা চেয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগের বিষয়টি জানার পর জমি দখলকারীরা বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি প্রদান করে। হত্যার হুমকির পর ওই প্রতিবন্ধির পরিবার আতংকিত হয়ে নির্ঘুম রাত্রিযাপন করছে। প্রতিবন্ধির পরিবার কে পুড়িয়ে মারার হুমকির বিষয়ে অভিযোগ পেয়ে থানা পুলিশের এসআই জাহাঙ্গির আলম ঘটনাস্থল পরির্দশন করে।

প্রতিবন্ধি আবু তালেব জানায়, আমি সৌদি আরবে দুর্ঘটনায় হাত-পা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। অভিযুক্তরা আমার প্রায় ৪০ শতক জমি অবৈধভাবে দখল করে নিয়েছে। স্থানীয় ভাবে শালিস-বৈঠকে বিচার না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি।

থানায় অভিযোগে ক্ষিপ্ত হয়ে গভির রাতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দিচ্ছে। হত্যার হুমকির পর পরিবার নিয়ে আতংকিত হয়ে নির্ঘুম রাত্রিযাপন করছি।

অভিযুক্ত আবদুস ছোবহান পুড়িয়ে মারার হুমকির বিষয়টি অস্বীকার করে জানায় জমি গুলো আমাদের পৈত্রিক।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তওে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর পড়তে পারেন