বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ট্রাফিক আইন বিষয়ে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০১৯
news-image

লাকসাম প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে লাকসাম ট্রাফিক জোনের উদ্যোগে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বাইপাস এলাকায় সচেতনতামূলক ষ্টীকার ও ক্যাম্পেইন করে স্থানীয় প্রশাসন।

রবিবার দুপুরে লাকসাম বাইপাস এলাকায় নিরাপদ গাড়ি চালনা, নিরাপদ জীবন জনসচেতনতামূলক (লিফলেট) প্রচারপত্র ও ফুল বিতরনের মধ্য দিয়ে গাড়ি চালকদের অবগতি করতে বাস-টর্মিনালের সাধারন জনগণ, পথচারী, বাস-ট্রাক চালক, অটোরিকসা চালক, মোটর সাইকেল চালক, ভ্যান চালকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের হাতে এ প্রচারপত্র তুলে দেন। সেই সাথে ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী’ বলে সতর্ক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লাকসাম সার্কেল) নাজমুল হাছান, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম, লাকসাম ট্রাফিক জোনের ইন্সফেক্টর বুরহান উদ্দিন, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, লাকসাম উপজেলা নিচসার আহবায়ক মোজাম্মেল হক আলম, সদস্য সচিব আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, সাংবাদিক শাহিদুল ইসলাম শাহিন, এম.এ মান্নান, হুমায়ন কবির মানিক, সেলিম চৌধুরী হীরা প্রমুখ।

আর পড়তে পারেন