শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ছোট ভাইকে দিয়ে ভাসুরকে খুনের ঘটনা ফাঁস

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

হত্যকাণ্ডের ১৪ দিন পর লাকসামে একটি জলাশয় থেকে উদ্ধারকৃত বস্তাবন্দী পরিচয় না পাওয়া লাশটির নিয়ে রহস্যের অবসান হয়েছে। জানা গেছে, লাশটি আমেরিকা প্রবাসী আকবর হোসেন বাবুল (৫৫) নামে এক ব্যক্তির। তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

নিহত ওই ব্যক্তি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে। গত ১৪ আগষ্ট কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ সড়কের নোয়াপাড়া এলাকার একটি জলাশয় থেকে বস্তাবন্দি একটি গলিত লাশ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে চাঞ্চল্যকর তথ্য বের করেছে। লাকসাম থানা পুলিশ জানায়, সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে ওই আমেরিকা প্রবাসী আকবর হোসেন বাবুলকে পরিকল্পিতভাবে হত্যা করে তারই ছোট ভাই মালেয়েশিয়া প্রবাসী আশরাফুল ইসলাম বেলালের স্ত্রী লিপি আক্তার কাজল (২৫) এবং ২০ হাজার টাকা চুক্তিতে নিয়োজিত সন্ত্রাসীরা। এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দিঘীর পাড়ের নির্জন স্থানে। লাকসাম থানা পুলিশ লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর তারই সূত্র ধরে সন্দেহভাজনদের একটি তালিকা তৈরী করে। তারপর প্রযুক্তির সহযোগিতা নিয়ে ওই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মোটিভ উদ্ধার করে মূল আসামিদের সনাক্ত করা হয়। আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, ওই হত্যাকাণ্ডের দিন ১ আগষ্ট জায়গা জমি নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হলে একই দিন রাতে লিপি আক্তার নিজে এবং তার নিয়োজিত ২০ হাজার টাকা চুক্তিতে নিয়োজিত সন্ত্রাসীদের নিয়ে একটি সিএনজি অটো রিক্সায় করে বাড়ির সামনে থেকে ওই প্রবাসীকে কৌশলে অপহরণ করে পাশের চাটখিল থানাধীন হালিমা দিঘীর উত্তর পাড়ে নির্জন স্থানে নিয়ে ছরিকাঘাত এবং কিল ঘুষি ও গলা চেপে ধরে হত্যা করে। পরে তার লাশ বস্তায় ভরে ওই স্থান থেকে কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন চিতোষী রোড হয়ে লাকসাম মুদাফফরগঞ্জ সড়কের নোয়াপাড়া এলাকার একটি জলাশয়ে ফেলে চলে যায়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, গত ১৫সেপ্টেম্বর এ ঘটনায় জড়িত ৫ আসামির মধ্যে মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী লিপি আক্তার কাজল, অপর আসামি কামাল ও সিএনজি চালক সজিবকে লাকসাম থানা পুলিশ গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে। ঘটনার বিষয়ে কুমিল্লার আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

আর পড়তে পারেন