মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১১, ২০২০
news-image

সাকিব আল হেলালঃ

কুমিল্লার লাকসামে ঘুড়ি উড়াতে গিয়ে ধান ক্ষেতে ইঁদুর মারার বিদ্যুতের তারে জড়িয়ে বিল্লাল হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কৈত্রা গ্রামে।

শিশুটি পাশ্ববর্তী কোয়ার গ্রামের আলম হোসেনের ছেলে। ঐদিন রাতে উভয় পক্ষের সমযোতায় নিহত শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঐদিন বিকেলে নিহত বিল্লাল হোসেনসহ তার সহপাঠিরা কৈত্রা গ্রামের মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এসময় কোয়ার গ্রামের মৃত. আইয়ুব আলীর ছেলে ইমান হোসেন ধানক্ষেতের আইলে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার বসায়। ঐ তারের সাথে জড়িয়ে পাশ্ববর্তী কোয়ার গ্রামের আলম হোসেনের ছেলে বিল্লাল হোসেন মাটিতে লুটে পড়ে। বিষয়টি সহপাটিরা দেখে তাকে উদ্ধার করে স্থানীয় বিজরা বাজার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এঘটনায় কোয়ার ও কৈত্রা গ্রামের সমাজপতিদের মধ্যস্থতায় নিহত শিশু বিল্লাল হোসেনের মরদেহ দাফন করা হয়।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ঘুড়ি উড়াতে গিয়ে শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি। খোঁজ নিলে বিস্তারিত জানা যাবে”।

আর পড়তে পারেন