বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে করোনা উপসর্গ নিয়ে ছোট ভাইয়ের পর বড় ভাইয়ের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ছোট ভাইয়ের মৃত্যুর পর এবার বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

গত ৫ দিন আগে পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনই গ্রামের বাদশা মিয়া (৫০) নামের একজনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৫ টায়  শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে মারা যাওয়া বাদশাহের বড় ভাই আবদুল হাকিমের (৬৫) মৃত্যু হয়। পর পর দু’ভাইয়ের মৃত্যুতে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে তাদের বাড়িটি লকডাউন করে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ জুন করোনা উপসর্গ নিয়ে দক্ষিণ বিনই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ওরফে বাদশা মিয়ার মৃত্যু হয়। অপরদিকে  তার বড় ভাই আবদুল হাকিম জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার ভোরে মৃত্যু বরণ করেন।

এলাকাবাসী ও স্বজনদের লাশ দাফনে অপারগতায় উপজেলা করোনা রেন্সপন্স টিম ও ইসলামী আন্দোলন টিমের সহায়তায় লাশ দাফন করে।

এ সময় উপজেলা করোনা রেন্সপন্স টিম প্রধান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মাঃ আবদুল আলী, ডাঃ আবদুল মতিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর আলী উপস্থিত ছিলেন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মাহাম্মদ আবদুল আলী জানান, ৬ জুন বাদশা মিয়া মারা গেলেও ৪ তারিখই তার নমুনা ল্যাবে পাঠানো হয়। কিন্তু রিপোর্ট  আসেনি। পরে মারা যাওয়া  আবদুল হাকিমের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আর পড়তে পারেন