শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে অগ্নিকান্ডে ফলের আড়ৎ পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০১৭
news-image

সেলিম চৌধুরী হিরা, লাকসাম ঃ
লাকসাম দৌলতগঞ্জ বাজারে আগুন লেগে একটি ফলের আড়তে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথ দিঘীরপাড়ে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের একটি ফলের আড়ৎতে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দাবী আগুন লেগে ওই আড়তে তাদের ৭/৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন গভীর রাতে লাকসাম পৌরশহরের প্রানকেন্দ্র দৌলতগঞ্জ বাজারের ওই জগন্নাথ দিঘীরপাড় এলাকায় মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মনির হোসেন নামের এক ফলের আড়তদারের ভাড়াটিয়া ঘরটি আগুনে পুড়ে চোখের পলকেই মরুভুমিতে পরিনত হয়। পাশের দোকানদাররা ওই আড়তদারকে ফোনে তার আড়তে আগুন লাগার কথা জানান। সংবাদ শুনে সেখানে গিয়ে ঘটনাস্থলে চারিদিকে আগুন জ্বলছে দেখতে পান। আশে পাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। ওই সড়কে যাতায়াতকারী পথচারীদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও তাৎক্ষনিক খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ও স্থানীয় দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল রক্ষা করতে পারেনি।
অগ্নিকান্ডে ওই দোকানের নগদ টাকা, ২ হাজার প্লাষ্টিকের খালি ক্যারেট, দাদন ও পাইকারী হিসাবের খাতাপত্রসহ নানাহ ফলফলাদির ক্ষতিগ্রস্থ হয়। ওই ঘরের বিদ্যুৎ মিটার থেকে শর্টসার্কিট ব্যর্থতায় এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা করছেন স্থাণীয় লোকজন।
এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ফলের আড়তদার মনির হোসেন জানায়, এ মহাদুর্যোগের শিকার হয়ে আমি মহাজন, ব্যাংক ঋণসহ অন্যান্য দায়-দেনায় সর্বশান্ত হয়ে গেছি। আমাদের শেষ সম্বল এ ব্যবসা প্রতিষ্ঠান আজ আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০/১২ লাখ টাকা হবে। আমাকে ঘুরে দাঁড়াতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
এ ব্যাপারে দমকল বাহিনীর সিনিয়র ষ্টেশন অফিসার মোবারক আলী জানায়, রাত সাড়ে ১১টা দিকে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ওই দোকানের আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি তবে পাশে জগন্নাথ দিঘী থাকায় পানির সরবরাহ নিতে সমস্যা হয়নি। নতুবা আশে পাশের সকল দোকানপাট এ অগ্নিকান্ডের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হতো না।

আর পড়তে পারেন