মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লতিফের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০১৬

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির ঘটনায় চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ ও তথ্য-প্রযুক্তি আইনে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে। আজ সকালে মহানগর হাকিম ফরিদুল আলমের আদালতে অভিযোগ করা হয়। এর মধ্যে ফৌজদারি দ-বিধির ১২৪ ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগটি করেছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কেএম বেলায়েত হোসেন। আর তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অন্য অভিযোগটি দায়ের করেছেন যুবলীগের সাবেক নেতা সাইফুদ্দিন আহমেদ রবি, যিনি একই ঘটনায় এর আগে হাজার কোটি টাকার মানহানির মামলা করেছিলেন।667_latif
গত ৩০শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের আগে নিজের নির্বাচনী এলাকায় সড়কের পাশে নিজের ছবির মাথা কেটে বঙ্গবন্ধুর ছবির সঙ্গে সংযোজিত করে কয়েক ডজন বিলবোর্ড লাগান লতিফ। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।

আর পড়তে পারেন