শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেমিট্যান্স যোদ্ধারা জাতির অহংকার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৩, ২০১৭
news-image

 

মোবারক হোসেন ভুঁইয়া, জেদ্দা ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রবাসী আওয়ামী পরিবারের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, “৩০ লাখ মানুষের জীবন ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে আমরা আমাদের মহান স্বাধীনতা পেয়েছি। দেশকে মুক্ত করার জন্য রণাঙ্গনে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের কাছে জাতি ঋণী। আর যারা প্রবাসে মাথার ঘাম পায়ে পেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করছে সেই রেমিট্যান্স যোদ্ধাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। জাতীয় উন্নয়নের জন্য রেমিট্যান্স যোদ্ধারা সম্মানীত ও জাতীর অহংকার বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (১২ পস) রাতে জেদ্দাস্থ হোটেল কেনেনা ইন্টারন্যাশনাল-এর বলরুমে জেদ্দা প্রবাসী আওয়ামী লীগ আয়োজিত মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তৃতায় রেলমন্ত্রী এ কথা বলেন।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী  মোঃ মুজিবুল হক এমপি সৌদিআরবের জেদ্দায় আগম উপলক্ষে প্রবাসী আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজির সভাপতিত্বে মীর কাসেম মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী   মজিবুল হক মুজিব এমপি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, আ.লীগের সহ-সভাপতি এডভোকেট হনুফা আক্তার রিক্তা। মক্কার বিশিষ্ট ব্যাবসায়ী মির হোসেন মিরু,রিয়াদ আওয়ামীলীগের সহ সভাপতি জাকির হোসেন,বিশিষ্ট ব্যাবসায়ী বেলাল হোসেন। মক্কা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন,শহিদ হোসেন পাঠয়োরী,মুক্তিযোদ্ধা এম এ কাশেম। এ সময় আরো বক্তব্য রাখেন,মোস্তফা ভুঁইয়া টিপু, শামসুল আলম খোকন,ইসমাইল হোসেন বাবলু,তুহিন,এমদাদুল হক ।

আর পড়তে পারেন