বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেফারিকে ঘুষি মেরে ২৫ বছর নিষিদ্ধ ফুটবলার!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২০
news-image

 

স্পোর্টস ডেস্ক ;

ফুটবলে ফাউলের ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু রেফারির সিদ্ধান্ত মানতেনা পারলে যদি তাকেই মারা হয়? এমন ঘটনাই ঘটেছে ফ্রান্সে। সেখানে একটি অপেশাদার ফুটবল প্রতিযোগিতায় রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ঘুষি মারেন এক খেলোয়াড়। শাস্তি হিসেবে ২৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সেই তাকে।
ঘটনাটি ঘটে এ মাসের ২ তারিখে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শেষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শাস্তি ঘোষণা করা হয়। শাস্তির ব্যাপারে ফ্রান্সের অরল্যান্স শহরের ফুটবল প্রধান বার্নার্ড বোরিলন বলেন, ‘প্রতি সপ্তাহে এই ধরনের সহিংসতার সঙ্গে আমাদের লড়াই করতে হয়। আমার মনে হয় এবারের পদক্ষেপে ক্লাবগুলোর সভাপতিদের টনক নড়বে। এমনটা আর হতে দেওয়া যাবে না। এটা ক্ষমার অযোগ্য।’

অবশ্য শাস্তি পাওয়া খেলোয়াড়টির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনাটির জন্য সেই খেলোয়াড়ের দুই সতীর্থকেও শাস্তি দেওয়া হয়েছে। তাদের একজনকে দুই বছর ও আরেকজনকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই দুজন রেফারিকে হুমকি দিয়েছিলেন। এছাড়া এমন আচরণের ফলস্বরূপ টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে দলটিকে।

আর পড়তে পারেন