শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়া বিশ্বকাপের টিকিট পেল জার্মানি-ইংল্যান্ড

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০১৭
news-image
ডেস্ক রিপোর্ট :
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে এক রাউন্ডের খেলা বাকি থাকতেই রাশিয়া বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ও ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে উত্তর আয়ারল্যান্ডের মাঠে ৩-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। এর ফলে ২৭ পয়েন্ট নিয়ে ‘সি’ জার্মানির শীর্ষস্থানে থাকা নিশ্চিত হয়। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নর্দান আয়ারল্যান্ডকে খেলতে হবে প্লে-অফ পর্বে।
ইউরোপ অঞ্চলের ৮টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে বিশ্বকাপের মূলপর্বে। আর ৮ রানার্সআপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরও চার দল পাবে চূড়ান্তপর্বের টিকিট।
জার্মানি খেলার ২ মিনিটেই এগিয়ে যায়। জেবাস্টিয়ান রুডির দূরপাল্লার ভলি শট উত্তর আয়ারল্যান্ডের জাল ভেদ করেন। ২১তম মিনিটে স্যান্ড্রো ওয়াগনার বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। আর জার্মানির পক্ষে ৮৬ মিনিটে শেষ গোল করেন জশুয়া কিমিচ। যোগ করা সময়ে জোস ম্যাগেনিস এক গোল শোধ করলেও জার্মানির চূড়ান্তপর্বে যাওয়ায় বাধা হতে পারেননি।
অপরদিকে নিজেদের মাঠে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। ওয়েম্বলিতে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাইল ওয়াকারের ক্রসে শেষ মুহূর্তে টোকা দিয়ে লক্ষ্যভেদ করেন প্রথম অধিনায়কের দায়িত্ব পাওয়া হ্যারি কেইন। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে আছে ১৯৬৬ সালের শিরোপা জেতা দলটি।
একইগ্রুপে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে রানার্সআপ হওয়ার পথে এগিয়ে আছে ১৭ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড। ১৫ পয়েন্ট পাওয়া স্লোভাকিয়ার আশাও টিকে আছে।

আর পড়তে পারেন