শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রাজনীতি ব্যবসা নয় পেশাও নয়, রাজনীতি একটি ওয়াদা – অধ্যাপক মোজাফফর আহমেদ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

অধ্যাপক মোজাফ্ফর আহমেদ রাজনীতি নিয়ে বলতেন,- ‘রাজনীতি ব্যবসা নয়, পেশাও নয়। রাজনীতি একটি ওয়াদা।  রাজনীতির মূল লক্ষ্য হল মানুষের সেবা করা। রাজনীতির মুল ভিত্তি হল স্বদেশের প্রতি মমত্ববধ, দেশের কল্যানে ও জনগনের সার্র্বিক কল্যানে অবিরাম সংগ্রাম করে যাওয়া, যে কোন ত্যাগ নিমিত্তে সদা প্রস্তত থাকা’।

অধ্যাপক মোজাফ্ফর আহমেদ প্রাপ্ত ‘স্বাধীনতা পদক’ বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে বলেন, কিছু পাওয়ার জন্যে স্বাধীনতা যুদ্ধ করিনি।

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিব নগর সরকারের উপদেষ্টা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রধান, কুড়েঁঘর খ্যাত, কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ নিবাসী অধ্যাপক মোজাফ্ফর আহমেদ (৯৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে শুক্রবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহী…… রাজিউন)।

তিনি ছিলেন মুজিব নগর সরকারের সর্বশেষ জীবিত উপদেষ্টা। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। রাষ্ট্রিয় মর্যাদা ও বিভিন্নস্থানে জানাজা শেষে তাঁকে কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদের নিজ বাড়িতে দাফন করা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আর পড়তে পারেন