বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রাখে আল্লাহ, মারে কে’

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৬

রাজশাহী প্রতিনিধি: মসুর ক্ষেত থেকে মাটিচাপা দিয়ে রাখা এক নবজাতকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের খড়খড়ি বাইপাস সংলগ্ন এলাকায়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় এক নিঃসন্তান নারীর হেফাজতে রাখা হয়েছে।poba-novojatok
নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, মেয়ে শিশুটিকে কাপড় দিয়ে মুড়িয়ে ঢিল (মাটির দলা) দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল। ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় এক নারী কান্নার শব্দ শুনে মাটির দলা সরিয়ে ওই নবজাতককে জীবিত উদ্ধার করে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসক প্রাথমিক পরীক্ষা করে শিশুটি সুস্থ্য আছে বলে জানায়।
‍”পরে আয়শা নামের স্থানীয় এক নিঃসন্তান নারী তাকে নিয়ে লালন পালন করার আগ্রহ দেখালে তার কাছে রাখা হয়েছে। তদন্ত করে শিশুটির বাবা মাকে খুজে বের করার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মেয়ে সন্তান হওয়ায় তাকে ফেলে দেয়া হয়েছে।”

আর পড়তে পারেন