বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান “রক্তের বাঁধন লাকসাম”

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

রক্তের বাঁধন অর্থ রক্তের বন্ধন। বন্ধন সমাজে একে অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। কিন্তু যখন একজনের রক্ত অন্য একজন মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করে তখন রক্তদাতা এবং রক্তগৃহীতার মধ্যে সম্পর্ক তৈরি হয় তা হয় দুটি আত্মার বন্ধন। আর তাইএকের রক্ত অন্যের জীবন, রক্তই হক আত্মার বাঁধনএই মূলমন্ত্র নিয়ে তিন বছর আগে বৃহত্তর কুমিল্লা জেলা লাকসামে জন্ম নিয়েছিল রক্তের বাঁধন লাকসাম নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি। রক্তের বাঁধন একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন। যারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে এবং
বিনামূল্যে দুস্থ মুমূর্ষু রোগীদের মাঝে বিনামূল্যে রক্তদান করে থাকে

২০১৫ সালে শাহাদাত হোসেন সৌরভ হাত ধরে প্রতিষ্ঠিত হয় রক্তের বাঁধন লাকসাম নামের সংগঠনটি। সৌরভ দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, আমরা সংগঠন না, আমরা হচ্ছি একটা পরিবার। রক্তের বাঁধন লাকসাম এবং কুমিল্লার মুমূর্ষু রোগীর জন্য সরবরাহ করছে বছরের প্রয়োজনীয় রক্তের চাহিদার সিংহভাগ। তরুণ স্বেচ্ছাসেবীদের জন্যই হয়ত আজ বেঁচে আছে অনেক প্রাণ, খালি হয়নি অনেক মায়ের কোল

এই পরিবারের সাথে আছে কিছু মেধাবী তরুনতরুনী যারা নিরালস ভাবে কাজ করে যাচ্ছে মিঠু, রাজু, মিকাত, সাগর, রুমি, মহিন, সাব্বির, অন্তরা, মিজান

এই স্বেচ্ছাসেবীরা বলেন ধন্যবাদ জানাচ্ছি সব সম্মানিত রক্তদাতাদের। কারণ তারাই আমাদের আমাদের পরিবারের প্রাণ। এভাবেই সামনের দিন গুলোতে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লাকসাম হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করব আমরা। আশা রাখি আগামীর পথ চলায় সম্মানিত লাকসামের রক্তদাতাবৃন্দ আর্তমানবতার সেবায় এগিয়ে এসে রক্তের বাঁধনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে