শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যে কোনো সময় কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৫, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট :

কাতালোনিয়ার প্রেসিডেন্ট চার্লস পুইগডিমন্ট বলেছেন, ‘স্পেন থেকে আলাদা হয়ে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা কয়েক দিনের বিষয় মাত্র।’ গণভোটের পর প্রথম দেওয়া সাক্ষাৎকারে স্বায়ত্তশাসিত কাতালোনিয়া অঞ্চলের নেতা বিবিসিকে এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তার সরকার কাজ শুরু করবে।’

গতকাল বিবিসির খবরে বলা হয়, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ গণভোট আয়োজনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘গণভোটের আয়োজকরা নিজেদের আইনের বাইরে নিয়ে গেছেন।’ স্পেনের পরিস্থিতিকে ‘খুবই চরম’ উল্লেখ করে ঐক্যের ডাক দিয়েছেন তিনি।
অন্যদিকে ভোটের সময় স্প্যানিশ পুলিশের সহিংসতার বিরুদ্ধে মঙ্গলবার হাজার হাজার কাতালান বিক্ষোভ করেছেন। তাদের ধর্মঘটে অচল হয়ে যায় কাতালোনিয়া অঞ্চল।

উল্লেখ্য, রবিবারের পুলিশি সহিংসতায় প্রায় ৯০০ কাতালান আহত হন। তবে স্থানীয় গণমাধ্যম বলেছে, এ ঘটনায় ৩৩ পুলিশ সদস্যও আহত হয়েছেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুইগডিমন্টের কাছে জানতে চাওয়া হয় যদি স্পেনের কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে এবং কাতালোনিয়া আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণ নেয়, তখন কী হবে? উত্তরে তিনি বলেন, ‘এটি এমন এক ভুল হবে, যা সব কিছু বদলে দেবে।’

সূত্র : আমাদের সময়

আর পড়তে পারেন