শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০১৬

bd19_newsshomoy
ক্রীড়া প্রতিবেদক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আটটি দল। ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ ও নামিবিয়া। ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর ‘ডি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত ও নেপাল।

প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে নামিবিয়া। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। আর চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে পাকিস্তানের।

৫, ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। চলুন জেনে নেওয়া যাক যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচি :
তারিখ                       মুখোমুখি                         সময়               ভেন্যু
৫ ফেব্রুয়ারি          বাংলাদেশ-নেপাল            সকাল ৯টা           মিরপুর
৬ ফেব্রুয়ারি         ভারতের-নামিবিয়া            সকাল ৯টা         ফতুল্লা
৭ ফেব্রুয়ারি          ইংল্যান্ড-শ্রীলঙ্কার             সকাল ৯টা           মিরপুর
৮ ফেব্রুয়ারি        ও.ইন্ডিজ-পাকিস্তানের        সকাল ৯টা           ফতুল্লা।

ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস।

আর পড়তে পারেন