বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়নামতি জাদুঘরে ই-ফাইলিং এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০১৯
news-image

 

শাহ ইমরানঃ

প্রত্নতত্ত অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগ কর্তৃক ২০১৮-২০১৯  অর্থ-বছরের আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় অফিস, কাষ্টোডিয়ানের কার্যালয়, ময়নামতি জাদুঘর, কুমিল্লা ও জাতিতাত্ত্বিক জাদুঘর আগ্রাবাদ, চট্টগ্রাম অফিসের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা/ কর্মচারিদের নিয়ে ই-ফাইলিং এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. মোঃ আবু তাহের। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ড. আব্দুল করিম এবং ই-ফাইলিং বিষয়ে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমির উপ-পরিচালক কাজী সোনিয়া রহমান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.মোঃ আতাউর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা ।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সহকারি পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ।

আর পড়তে পারেন