শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনা উপজেলায় ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০১৭
news-image

এম এইচ বিপ্লব:
কুমিল্লার মেঘনা উপজেলায় ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। এতে করে বিদ্যালয় পরিচালনায় সংকট সৃষ্টি হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টি বিদ্যালয় এখন প্রধান শিক্ষক ছাড়াই চলছে। এতে শিক্ষা কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সেই বিদ্যালয়ের শৃঙ্খলা ঠিক থাকে না। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক সমস্যা হয় যা কিছুতেই পূরন করা সম্ভব নয়। শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষক পদ শূন্য বিদ্যালয়গুলো হলো,বড়াইয়াকান্দি সরকারি প্রাবি,মশার চর সরকারি প্রাবি,৬নং টিটির চর সরকারি প্রাবি,সোনাকান্দা সরকারি প্রাবি,খিরাচক সরকারি প্রাবি, লুটের চর সরকারি প্রাবি, চর কাঁঠালিয়া সরকারি প্রাবি,রাম নগর সরকারি প্রাবি,বালুচর সরকারি প্রাবি,করিমাবাদ সরকারি প্রাবি,তালতলি সরকারি প্রাবি,লক্ষনখোলা সরকারি প্রাবি,পাড়ার বন্দ সরকারি প্রাবি,নোয়াগাও সরকারি প্রাবি,কাশিপুর সরকারি প্রাবি,বড় সাপমারা সরকারি প্রাবি,চর নোয়াগাও জা প্রাবি,দক্ষিন কান্দি জা প্রাবি,গাছতলা জা প্রাবি,বকসি কান্দা জা প্রাবি,চন্দনপুর জা প্রাবি,ফরাজী কান্দি জা প্রাবি,লক্ষন খোলা মুন্সিবাড়ি জা প্রাবি,চেংগাকান্দি জা প্রাবি,বৈদ্যনাথ পুর জা প্রাবি, আমিরাবাদ জা প্রাবি,জয়নগর জা প্রাবি,ছোট সাপমাড়া সরকারি প্রাবি,সাত ঘড়িয়াকান্দি সরকারি প্রাবি,জলার পার নোয়াগাও সরকারি প্রাবি,লুটের চর দক্ষিন প্রাবি,দড়ি মির্জানগর,চেংগাকান্দি প্রাবি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো:আরিফুল ইসলাম জানান,সারা বাংলাদেশে একই পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও আশা করি আগামী সপ্তাহে শূন্য পদ পূরণ হবে।

আর পড়তে পারেন