শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় স্বাভাবিক প্রসব সেবা জোরদার করনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০১৮
news-image
 এম এইচ বিপ্লব সিকদার :
কুমিল্লার মেঘনা উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এম সি এইচ সার্ভিসেস ইউনিটের আয়োজনে কর্মশলায় সার্বক্ষণিক চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।এতে করে অপ্রয়োজনীয় সিজারিয়ান দেকশানের হার কমবে বলে মত দেন আলোচকরা।স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় আরো বেশি মা যাতে প্রসব সেবা সহ অন্যান্য সেবা সহজে পেতে পারেন সে দিকে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিচালনা পরিষদের সভাপতি অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সহ সভাপতি সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য।কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আ:সালামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মো:মাহাবুবুল করিম, উপ পরিচালক পরিবার পরিকল্পনা কুমিল্লা,উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা :শাহ আলম মোল্লা,প্রোগ্রাম ম্যানেজার পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা ডা.এ বি এম সামসুদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ,ওয়ার্ড সদস্য বৃন্দ,ও সার্বিক তত্বাবধানে মেডিকেল অফিসার ডা:আফসানা জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ইয়াকুব মিয়া,এফ পি ই এরশাদ কামাল। উল্লেখ্য পরিচালক (এমসি এইচ সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এম সি আর এ এইচ)ডা:মোহাম্মদ শরিফ সকল উপজেলায় প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব সেবা কে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

আর পড়তে পারেন