বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় শ্রমিকলীগ নেতার মৎস্য প্রকল্পের মাছ লুট

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মেঘনা উপজেলা শ্রমিকলীগ নেতার মৎস্য প্রকল্প থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে।

৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ওই ঘটনায় শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক মেঘনা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক বাড়ীর পাশে এক একর জায়গায় মাছের চাষ করেন। পাশের বাড়ীর হাবিবুল্লার ছেলে নজরুল , কাউসার ও আসাদ মিয়ার ছেলে নিজাম মিয়া মঙ্গলবার দুপুরে জোর করে মাছ ধরে নিয়ে যায়। রাজ্জাক বাধাঁ দিলে তাকে কিল ঘুষি মেরে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আব্দুর রাজ্জাক আজকের কুমিল্লাকে বলেন, তাদের পুকুরের মাছ আমার প্রকল্পে ঢুকেছে, এ কথা বলেই মাছ ধরে নিয়ে যায়। আমি একা বাধাঁ দিলে আমাকে কিল ঘুষি মারে। তাদের সাথে না পেরে দৌড়ে থানায় গিয়ে অভিযোগ করি।

মেঘনা থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। আর উভয়ের মাঝে আত্মীয়তার সম্পর্ক থাকায় স্থানীয় মেম্বার এবং গন্যমান্য লোকজন সমাধা করবে বাদীকে আশ^স্থ করে, না হলে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা  গ্রহণ করবো।

আর পড়তে পারেন