বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় প্রচন্ড দাবদাহ, ২০ ঘন্টাই লোডশেডিং

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৬, ২০১৭
news-image

এম এইচ বিপ্লব:
সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় চলছে প্রচন্ড দাবদাহ। ২০ ঘন্টার বেশি লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। টানা কয়েক দিনের গরম আর লোডশেডিংয়ে সকল বয়সী মানুষ অসুস্থ হয়ে পরছে। ঘরের ভিতরে, অফিসে, ক্ষেতে খামারে, দোকানপাট, রাস্তাঘাট কোথাও অবস্থান নিতে পারছেনা মানুষ। বিদ্যুৎ সারাদিন রাতে মিলে চার ঘন্টাও থাকেনা। অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। স্থানীয় চিকিৎসা কেন্দ্র গুলোতে রোগীর ভীড়। এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন বলেন, সারাদিন রাতে চার ঘন্টা ও বিদ্যুৎ থাকেনা, খারাপ পরিস্থিতি। এ দিকে পল্লী বিদ্যুৎ অফিস হোমনার ডিজি এম আক্তার হোসেন বলেন, ভাই আমি নিজেই অস্বস্থিতে আছি। হোম না, মেঘনা, তিতাস উপজেলা মিলে বিদ্যুৎ এর প্রয়োজন ২৫ মেগাওয়াট। আমি পাচ্ছি মাত্র ৭ মেগাওয়াট। শুধু মেঘনায় দরকার ৭ মেগাওয়াট, বাকি দু উপজেলা কিভাবে চালা বো,তাই কোনরকম এভারেজ করে চালাচ্ছি।

আর পড়তে পারেন