বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০১৭
news-image

মেঘনা প্রতিনিধি :
কুমিল্লার মেঘনা উপজেলায় জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা মৎস্য অফিস।
বুধবার ২০ ডিসেম্বর উপজেলা হল রুমে বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ: সালাম। বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত জেলেদের মধ্যে বিকল্প আয়বর্ধন মূলক কার্যক্রম অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মেঘনায় নিবন্ধিত মোট জেলে ১ হাজার ১০৪ জনের মধ্যে ৪০ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য্য, সমাজ সেবা কর্মকর্তা (অতি:দা:)মো: সেতারুজ্জামান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন,পল্লি উন্নয়ন কর্মকর্তা রুমা পারভিন,কুমিল্লা উ: জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম ইটালী, সাংবাদিক আ: মালেক প্রমূখ।

আর পড়তে পারেন