বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনার মুক্তিনগর থেকে আলিপুর সড়কটি এখন মরণ ফাঁদ!

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৯, ২০১৭
news-image

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলার মুক্তিনগর থেকে আলিপুর পর্যন্ত সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। মেঘনার অভ্যন্তরীণ রাস্তার মধ্য সবচেয়ে জন গুরুত্বপূর্ণ রাস্তা এটি। মানিকারচর বাজার ( মুক্তিনগর), সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, উচ্চ বিদ্যালয়,ডিগ্রী কলেজ,গার্লস স্কুলসহ সরকারি, বেসরকারি অফিস, মার্কেট, হাসপাতাল, বিভিন্ন স্থাপনা থাকায় এবং উপজেলার মধ্য সেননগর বাজার একটি বিশাল বাজার, আলিপুর ঘাট যেখান দিয়ে দাউদকান্দি বাজারে যাতায়াতের একমাত্র নৌপথ, এই জনগুরুত্বপূর্ন স্থানগুলোতে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী,লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নির্বাহে বিশেষ ভূমিকা রাখা এই রাস্তাটি ইটা, পিচ, খোয়া, সরে নানা জায়গায় খানাখন্দে এখন মরণঁ ফাদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে এবং কয়েক দিন পর পর ধারাবাহিক দূর্ঘটনা ঘটছে। মানিকারচর বঙবন্ধু কলেজের ছাত্র শাহাব উদ্দিনসহ অনেকে দু:খ করে বলেন, প্রতিদিন তিন কিঃমিঃ লক্কর জক্কর রাস্তা যাতায়াত করে কলেজে আসা যাওয়া করে ক্লান্তিকর পরিস্থিতিতে পড়ে আর লেখাপড়ার শক্তি শরীরে থাকেনা। এই অভিযোগ স্থানীয় ব্যাবসায়ী এবং অটোচালক, সিএন জি চালকদের। এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন,রাস্তাটির টেন্ডার কাজ প্রক্রিয়াধীন আছে। ঈদের পরে হতো টেন্ডার হতে পারে। এদিকে উপজেলা প্রকৌশলী সৌরভ দাস বলেন,আগামি দুই তিন মাসের মধ্য রাস্তাটি টেন্ডার হবে। কাজের প্রক্রিয়া অগ্রসর হচ্ছে। এই রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অনুরোধ জানান এলাকাবাসী।
(ছবি ফটো সাংবাদিক শাহাব উদ্দিন সিকদার)

আর পড়তে পারেন