শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুষলধারের বৃষ্টিতে জলাবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া শহর

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায়  মুষলধারে বৃষ্টির ফলে শহরের বেশিরভাগ রাস্তায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরবাসীকে জলাবদ্ধতায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়,  বৃষ্টিতে শহরের কুমারশীল মোড়, কালীবাড়ী মোড়, লোকনাথ টেংকেরপাড়, পূর্বপাইকপাড়া, হালদার পাড়া, বাগান বাড়ী, পশ্চিম পাইকপাড়া, মুন্সেফপাড়াসহ আশপাশের পুরো এলাকার রাস্তা পানির নিচে তলিয়েছে।

তৌহিদুল খান নামে এক শিক্ষক বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভার এমন অবস্থা অপ্রত্যাশিত। দেখার কী কেউ নেই?’ স্থানীয় আমুই রেস্টুরেন্টের মালিক মো. সেলিম বলেন, ‘পৌরসভার ড্রেনগুলো দীর্ঘদিন ধরে জ্যাম হয়ে আছে। লেবাররা ঠিকভাবে কাজ করে না । তাই ড্রেনগুলো বন্ধ হয়ে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ী শামীম মিয়া বলেন, ‘আমরা কোথায় আছি! দেশ এগিয়ে যাচ্ছে। আর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা পিছিয়ে যাচ্ছে।’ স্কুল শিক্ষিকা ইতি রানী সূত্রধর বলেন, ‘নাগরিকদের তো কোনও দোষ নেই। আমরা নিয়মিত পৌরকর পরিশোধ করি শহরের রাস্তাঘাট ভালো হবে বলে; জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো বলে। কিন্ত কিসের কী!’

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কিংকর ঘোষ বলেন, ‘পরিকল্পিত নগরায়ণের অভাব আর পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পৌরসভাকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর বলেন, ‘শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ চলছে। ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ শেষ হলে এ ধরনের জলাবদ্ধতা আর সৃষ্টি হবে না।’

আর পড়তে পারেন