শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিক্ষোভসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে উপজেলার গোমতা এলাকার ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ওই মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকারিয়া, মুরাদনগর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল ইসলাম, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, স্থানীয় বাগুটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও ইলিয়টগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মানুনুর রশিদ উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়ার বিষয়গুরৈার বিষয়ে আশ^স্ত করলে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যায়।

আর পড়তে পারেন