বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

‘‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হউক সুস্থ জীবন’ ও ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে হাত ধোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম (কমল), সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, সদর ইউপি সদস্য আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আজিজুল হক, মেকানিক নুরুল ইসলাম, সেলিম মিয়া প্রমুখ।

আর পড়তে পারেন