শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে প্রশাসনের সিলগালা ভেঙ্গে অবাধে চালিয়ে যাচ্ছেন নিষিদ্ধ পলিথিন ব্যবসা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৫, ২০১৯
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগরে প্রশাসনের সিলগালা করা তালা ভেঙ্গে দেদারছে নিষিদ্ধ পলিথিন ব্যবসা চালিয়ে যাচ্ছেন কোম্পানীগঞ্জ বাজারের মাহবুব (৩৮) নামের এক ব্যবস্যায়ী।

জানা যায়, গত ৩০ই মে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমানে পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে মাহবুব স্টোর নামের দোকানটি সিলগালা করেন। সিলগালা করার কয়েকদিন পর দোকানের মালিক মাহবুব সিলগালা করা তালার কড়া ভেঙ্গে ফেলেন এবং পুনরায় দোকান খুলে নিষিদ্ধ এই পলিথিন ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের সিলগালা ভেঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে প্রশাসনের রহস্যজনক ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ী মাহবুব হোসেন জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে ম্যাজিস্ট্রেট আসার উপস্থিতি টের পেয়ে মাহবুব দোকান ফেলে চলে যায়। এ সময় দোকানে কাউকে না পেয়ে তার দোকানটিকে সিলগালা করেন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। পলিথিন ব্যবসায়ী মাহবুবের সাথে কথা হলে তিনি বলেন, সিলগালা করেছে তাতে কি হয়েছে ব্যবসা তো আমার বন্ধ থাকবে না। আমি সবাইকে ম্যানেজ করেই ব্যবসা পরিচালনা করছি।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, গত ৩০ই মে পরিবেশ আইনে আমরা তার দোকানে অভিযান পরিচালনা করেছি। তার দোকানে আমরা বিপুল পরিমানে পলিথিন মজুদ পেয়েছি। তবে দোকানে কাউকে পাওয়া যায়নি তখন দোকানটিকে সিলগালা করি। আমি শুনেছি বর্তমানে ওই ব্যবসায়ী দোকান খুলে ব্যবসা পরিচালনা করছেন। আমরা অচিরেই এই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

আর পড়তে পারেন