শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে প্রতীকের অপেক্ষায় চেয়ারম্যান প্রার্থীরা, ভোটের মাঠে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০১৯
news-image

মাহবুব আলম আরিফ ঃ
প্রথমবারের মতো এবার দলীয় প্রতীকে আনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। ফলে এবার ভোট নিয়ে ক্ষমতাসীন দলে আছে বাড়তি আগ্রহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহে ভাটা পড়েছে।

এরই মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাঁপ করছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। অপরদিকে দলীয় প্রতিক না থাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা।

মুরাদনগর উপজেলা থেকে দলীয় প্রতিকের দৌড়ঝাঁপে যাদের নাম শুনাজাচ্ছে তারা হলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ওয়ালী আহম্মেদের ছেলে মোঃ রুহুল আমিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম সরকার কিশোর। তারা সকলেই হেভিওয়েট প্রার্থী হওয়ায় তাদের মধ্যে কে পাবেন দলীয় প্রতিক নৌকা তা নিয়ে কোন প্রকার মন্তব্য করতে নারাজ স্থানীয় নেতাকর্মীরা। প্রতিযোগীতায় পিছিয়ে নেই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সেখানেও রয়েছেন হেবিওয়েট তিন প্রার্থীর নাম তারা হলেন, কুমিল্লা জেলা আইনজিবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীকাইল ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ(তমাল), কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান(হাবিব), উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে যদিও দু’জনের নাম শুনা যায় ভোটের মাঠে এগিয়ে রয়েছেন পর পর দুই বারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লূনা। অপর জন ভোটের মাঠে একেবারেই নতুন মুখ বেগম কুলসুম হাসান(মিতু)।

আর পড়তে পারেন