শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে নহল গ্রামে জাগ্রত সিক্সটিন এর খাদ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়নের জাগ্রত সিক্সটিন নামের তরুনদের সামাজিক সংগঠনের ব্যানারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শুক্রবার সকালে ধামঘর ইউনিয়নের নহল গ্রামে ১১০ টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ৫কেজি চাল, ২কেজি আলু, এক কেজি পিঁয়াজ, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়।

জাগ্রত সিক্সটিন এলাকার তরুণদের একটি সামাজিক সংগঠন। করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বের ন্যায় লকডাউনের ফলে বাংলাদেশেও অচলাবস্থা বিরাজ করছে। সবচেয়ে সমস্যায় পরেছে খেটে খাওয়া মানুষগুলো। তাদের এ অসহায়ত্বের কথা চিন্তা করে জাগ্রত সিক্সটিনের ব্যানারে পুরো ইউনিয়নব্যাপি খাদ্য সামগ্রী বিতরন করছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নহল গ্রামে খাদ্য সামগ্রী বিতরণে আর্থিক সহযোগীতা করেন ওই গ্রামের সৌদি প্রবাসী মো: কাউসার আলী।

সার্বিক সহযোগিতায় আরো ছিলেন জাগ্রত সিক্সটিন এর রাশেদ আলম, কামরুল হাসান, হালিম শেখ, লালন, সাদ্দাম, সজিব, আরিফ, জামান, রুবেল সিরাজসহ আরো অনেকেই।
উল্লেখ ইউনিয়নের মোট ১৩ টি গ্রামে হতদরিদ্র খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে জাগ্রত সিক্সটিন।

আর পড়তে পারেন