শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে গরীব মেধাবী স্কুলছাত্রীর পাশে দাঁড়ালেন ওসি মনজুর আলম

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে তাছলিমা আক্তার নামের এক গরীব মেধাবী স্কুলছাত্রীর পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ালেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম।

তাছলিমা আক্তার উপজেলার কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। রবিবার দুপুরে মুরাদনগর থানায় মেধাবী স্কুলছাত্রী তাছলিমার হাতে শিক্ষা সামগ্রী ক্রয় করতে নগদ অর্থ তুলে দেন ওসি মনজুর আলম। শিক্ষা উপকরনের অর্থ পেয়ে দারুন খুশি সেই মেধাবী শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শরিফুল আলম চৌধুরী, মুরাদনগর থানা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন মাসুদ ও দারোরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কুদ্দুস মিয়া।

শিক্ষার্থী তাছলিমা আক্তার বলেন, আমি কখনো ভাবিনী একজন পুলিশ অফিসার আমার লেখাপড়ার খোজঁখবর নিয়ে সহযোগিতার হাত বাড়াবেন, স্যার খুব ভালো মানুষ।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, শিক্ষার্থীদের শারিরীক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরন দরকার। এছাড়াও ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে ও সামাজিক সমস্যা দুর করতে শিক্ষার্থীদের উৎসাহ দেয়া প্রয়োজন রয়েছে।

মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবহেলিত শিক্ষার্থীরা যেন ভালোভাবে লেখাপড়া ও খেলাধুলা করতে পারে এ জন্য আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সাধ্যমতো সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করবো।

আর পড়তে পারেন