শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরের সংবাদকর্মীকে দেখে নেয়ার হুমকি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০১৮
news-image

মুরাদনগর প্রতিনিধি:
‘কোটি টাকার ভূমি কর্তা’ এই শিরোনামে গত ১২ মার্চ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গত ১ই এপ্রিল তাকে স্ট্যান্ড রিলিজ করেন কুমিল্লা জেলা প্রশাসক কুমিল¬া। বদলি ঠেকাতে নানান তদবির করে ব্যর্থ হয়ে বিলম্ব করে গত ৮ই এপ্রিল মনোহরগঞ্জ উপজেলায় যোগদান করেন তিনি।

মঙ্গলবার ওই সংবাদের তদন্তের শুনানি ছিল উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের কার্যালয়ে। তদন্ত শুরু হওয়ার আগ মুহুর্তে নির্বাহী কার্যালয়ের অফিস সহকারীর কক্ষে প্রতিবেদককে পেয়ে তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন সে।

বিষয়টি প্রতিবেদক নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপস্থিত জনের কথা শুনে তাকে ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য বলেন।

হুমকি প্রদানকারি ভূমিকর্তা উপসহকারী শফিকুল ইসলাম (৩৫) উপজেলা বাঙ্গরা বাজার থানার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের চাপুর গ্রামের শাহজাহান ওরফে শুকুর আলীর ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের অফিস সহকারি আক্তার হোসের কক্ষে প্রতিবেদক আজিজুর রহমান রনি বসা অবস্থায় ইউনিয়ন ভূমিকর্তা শফিক ওই কক্ষে প্রবেশ করে উপস্থিত অফিস সহকরী আক্তার হোসেন, ভূমি অফিসের কানুনগো সিরাজ-উদ-দৌলা, অফিস সহকারী হারুন অর রশিদ, সদর ইউপির ভূমিকর্তা ছগির আহম্মেদের সামনেই ওই প্রতিবেদকের পত্রিকা অফিসে গিয়ে চাকুরী খেয়ে বিভিন্ন পত্রিকায় রির্পোট করে মামলা করে দেখে নেয়ার হুমকি দেয় তিনি। উপস্থিতজন তাকে নিবৃত করার চেষ্টা করলে সে তার উপরস্থ কর্মকর্তা কানুনগোর সাথে অশ্লীল বাক্য উচ্চারণ করেন।
জেলার মনোহরগঞ্জ উপজেলার ভূমি কর্মকর্তা ইয়াছমিন আক্তারের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সপ্তাহের শুরুতে গত রবিবার শফিক যোগদান করেন। ১ তারিখ স্ট্যান্ড রিলিজ হয়ে ৮ তারিখ যোগদান করলেন, মাঝখানে সাতদিন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘চাকুরীর বিধিমালা আমাকে দেখতে হবে।’

বিশ্বস্থ সূত্রে জানা যায়, গত ১ তারিখ রিলিজ হওয়ার পর শফিক একটি প্রাইভেট কার ভাড়া করে বিভিন্ন দফতর ও প্রভাবশালী নেতাদের দ্বারে দ্বারে সময় ব্যায় করেছে তার বদলি ঠেকানোর জন্য। বদলি ঠেকাতে ব্যর্থ হয়ে তদন্ত শুনানীর দিন যাতে করে কেউ স্বাক্ষ্য দিতে উপজেলায় না আসে সে বিষয়ে নানান পায়তারা করেন শফিক। তদন্ত শুনানীর দিন যারাই আসছেন তারা সঠিক তদন্তের স্বার্থে শফিকের কর্মস্থল বাঙ্গরা পূর্ব ইউনিয়নে গিয়ে তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তাকে অনুরোধ করেন।

আর পড়তে পারেন