মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর গণসংযোগ ও জাহাঙ্গীর সরকারের বাড়িতে হামলার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে উত্তেজনা বিরাজ করছে। বাড়ছে হামলা-সংঘর্ষের ঘটনা।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলের দিকে  ওই ইউনিয়নের চাপিতলা গ্রামে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বাড়ি ও জায়েদ আলী মার্কেট এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী মো: ইকবাল সরকারের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই জায়গায় ৬ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ অভিযোগ করেছেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া।

কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া জানান,  কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ঢাকা থেকে এসে কুমিল্লার  নিজ গ্রামের বাড়ি চাপিতলার  বাড়িতে প্রবেশের পরই প্রায় ৩০ টা মোটরসাইকেল এসে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর গালিগালাজ  করে তারা জায়েদ আলী মার্কেটের সামনে গিয়ে ৪ রাউন্ড গুলিবর্ষণ করে, যেখানে আমাদের নৌকা প্রতিকের প্রার্থী মো: ইকবাল সরকার গণসংযোগ করছিল। গুলিবর্ষণের পর আমাদের লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় বায়েজিদ নামের এক হামলাকারিকে ধরে পুলিশে সোর্পদ করা হয়।

তিনি আরো বলেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারের নির্দেশে কবির ভূইয়ার  নেতৃত্বে দুই জায়গায় হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা।

এ বিষয়ে বাঙ্গরা থানার ওসি (তদন্ত) অমর চন্দ্র দাস জানান, গুলিবর্ষণ বা হামলার বিষয়ে কোন সত্যতা পাইনি। কেউ গ্রেফতার হয়নি।

 

আর পড়তে পারেন